আর্কাইভ থেকে আন্তর্জাতিক

পশ্চিম তীরে হাজার হাজার বসতি স্থাপনের অনুমতি দিচ্ছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার বসতি স্থাপনের পরিকল্পনায় অনুমতি দিয়েছে ইসরায়েলের কট্টরপন্থী সরকার। এর ফলে বসতি স্থাপনে ছয় ধাপের যে প্রক্রিয়া ২৭ বছর ধরে অনুসরণ করে আসা হচ্ছিল, তা উপেক্ষা করা যাবে।

রোববার (১৯ জুন) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায় এই অনুমোদন দেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এই পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরের বিভিন্ন অংশে ৪ হাজার ৫৬০টি বসতি নির্মাণ করা হবে। ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বসতি স্থাপন প্রকল্পের বাস্তবায়ন অব্যাহত রাখব এবং ভূখণ্ডে ইসরায়েলের নিয়ন্ত্রণ শক্তিশালী করব।’

প্রতিবেদন থেকে জানা যায়, এভাবে বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের ব্যত্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এতে বলা হয়, পশ্চিম তীর হয়তো শিগগিরই পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে, বিভিন্ন মহল থেকে এমন আশঙ্কা জানানো হয়েছে।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বসতি স্থাপনের এই কর্মকাণ্ড ‘পশ্চিম তীরকে পুরোপুরি দখলের প্রক্রিয়া ভয়ংকর দ্রুততার সঙ্গে সম্পন্ন করার পদক্ষেপ।’

এই পদক্ষেপের জেরে এ অঞ্চলে উত্তেজনা বাড়বে বলে জানিয়েছে ২০০৭ সাল থেকে গাজার নিয়ন্ত্রণকারী হামাস। আর ফাতাহ সতর্ক করে বলেছে, ‘যেভাবে গাজা থেকে বসতি স্থাপনকারীদের সরিয়ে দেয়া হয়েছে, একইভাবে পশ্চিম তীর থেকে সরানো হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন