জাতীয়

বিবিএসের জরিপ

দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার, এক বছরে বেড়েছে ১ লাখ ৭০ হাজার

দেশে বর্তমানে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার, যা এক বছরে বেড়েছে ১ লাখ ৭০ হাজার। ২০২৩ সালের শেষের দিকে এই সংখ্যা ছিল ২৪ লাখ ৯০ হাজার।

সোমবার (০৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস)  প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালে বছরের শেষ দিকে ধারাবাহিকভাবে বেকারের সংখ্যা বেড়েছে। বিশেষ করে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রভাব ছিল এই বৃদ্ধির অন্যতম কারণ।

বিবিএসের রিপোর্ট অনুযায়ী, দেশের শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যার ফলে বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কৃষি, সেবা এবং শিল্প খাতগুলোতেও কর্মসংস্থানের হার কমেছে।

বিবিএস জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৬ লাখ ৪০ হাজার এবং নারী বেকার ছিলেন ৮ লাখ ৫০ হাজার। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পুরুষ বেকার ১৭ লাখ ৯০ হাজার এবং নারী বেকার ৮ লাখ ৭০ হাজার। ফলে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে ১ লাখ ৫০ হাজার এবং নারী বেকারের সংখ্যা বেড়েছে ২০ হাজার।

এছাড়া, শ্রমশক্তির বাইরে রয়েছে ৬ কোটি ২৩ লাখ ৩০ হাজার মানুষ, যারা কাজ করেন না, কিন্তু বেকার হিসেবেও গণ্য হন না। এই জনগণ মূলত ছাত্র, অসুস্থ ব্যক্তি, বয়স্ক, অবসরপ্রাপ্ত, গৃহিণী বা যারা কর্মে নিয়োজিত হতে চান না।

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে, দেশের যুব শ্রমশক্তি ২ কোটি ৪০ লাখ ২০ হাজার, যার মধ্যে পুরুষ ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার এবং নারী ১ কোটি ২২ লাখ ৭০ হাজার। এক বছরের ব্যবধানে যুব শ্রমশক্তির সংখ্যা ২১ লাখ ১৭ হাজার কমেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন