সমতায় শেষ রেড ডার্বি
৫২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো থ্রু পাস বক্সে পেয়ে যান লিসান্দো মার্টিনেজ। খুব কাছ থেকে জোরাল শটে লিভারপুল গোলরক্ষক অ্যালিসনকে পরাস্ত করেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৯ মিনিটে মাক আলিস্টারের পাস পেয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে সমতা টানেন কোডি গাকপোর।
৭০ মিনিটে ডি লিখট হাতে বল লাগিয়ে পেনাল্টি উপহার দেন লিভারপুলকে। স্পট কিকে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-১ করেন মোহাম্মদ সালাহ।
তবে অ্যানফিল্ডে জয় নিয়ে লিভারপুলকে মাঠ ছাড়তে দেয়নি আমাদ দিয়ালো। ৮০ মিনিটে আলেহান্দ্রো গার্নাচোর পাস বক্সের মাঝামাঝি পেয়ে স্বাগতিকদের স্তব্ধ করে দেন আইভোরিয়ান ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ দুটি সুযোগ পেয়েও আন্দ্রে ওনানার কাছে পরাস্ত হয় লিভারপুল।
আর যোগ করা সময়ের শেষ মিনিটে বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন ম্যানইউ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।
শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।