আর্কাইভ থেকে ফুটবল

জয় দিয়ে বছর শুরু বার্সেলোনার

করোনার কারণে বড়দিন আয়োজনসহ নতুন বছর উদযাপন নিয়ে ছিলো বেশ কড়াকড়ি। কিন্তু স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জন্য এই দু’টিই যেন আর্শীবাদ হয়ে এসেছে। কারণ বড়দিনের বিরতির আগে সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করা কাতালানরা নতুন বছরের প্রথম ম্যাচেই পেলো জয়ের দেখা। রোববার রাতে লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সা। 

করোনাভাইরাস ও চোটের থাবায় জর্জরিত বার্সেলোনার ১৭ জন খেলোয়াড় মাঠের বাইরে। বি’দলের অনেককে নিয়ে মায়োর্কার বিপক্ষে দল সাজান কোচ জাভি।

বল দখলে শুরু থেকে একচেটিয়া আধিপত্য করা বার্সেলোনা দশম মিনিটে প্রথম সুযোগ পায়। কিন্তু ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ইলিয়াসের শটের সামনে বাঁধা হয়ে দাঁড়ান মায়োর্কার গোলরক্ষক মানোলো রেইনা।

২৯ মিনিটে এগিয়ে যেতে পারত সফরকারীরা। ফেররান হুতগ্লার পাসে লুক ডি ইয়ংয়ের শট গোলরক্ষককে পরাস্ত করলেও বল পোস্টে লাগে। পরের মিনিটে অস্কার মিনগেসার ক্রসে ডি-বক্সে ডি ইয়ংয়ের অসাধারণ ওভারহেড কিকে বল ক্রসবারে লেগে ফেরে।

অবশেষে ডি ইয়ং বিরতির আগে ডেডলক ভাঙেন। মিনগেসার ক্রসে দূরের পোস্টে লাফিয়ে হেডে গোলটি করেন তিনি। বাকি সময়ে তেমন সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। বরং তাদের ওপর চাপ বাড়ায় স্বাগতিকরা। ৮৪ মিনিটে জর্ডি এমবুলার জোরালো হেড পোস্টের সামান্য ওপর দিয়ে উড়ে যায়। যোগ করা সময়ে ইয়াওমে কস্তার ভলি দারুণ দক্ষতায় ফিরিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেন বার্সা গোলরক্ষক মার্ক আন্ড্রে। 

১৯ ম্যাচে আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে বার্সেলোনা। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। 

আরেক ম্যাচে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ২-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোলে হারা রিয়াল বেটিস ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন