আর্কাইভ থেকে ফুটবল

‘আমরা অনেক কিছু শিখেছি’ বলছেন ব্রাজিল কোচ

তপ্ত মরুতে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে ব্রাজিলের শুরু হওয়া দুর্দশা চলছেই। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালসহ হিসাব করলে সবশেষ ৪ ম্যাচে মাত্র ১ টি জয় পেয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ সেনেগালের বিপক্ষে পর্তুগালের লিসবনে ৪-২ গোলের ভরাডুবি হয়েছে সেলেসাওদের।

বিশ্বকাপ ব্যর্থতার পর তিতে কোচের দায়িত্ব ছেড়ে দেন। এরপর আর কোচ নিয়োগ দিতে পারেনি ল্যাতিন আমেরিকার দেশটি। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা রামন মেনেজেসের অধীনা অবস্থা আরও করুণ ব্রাজিলের।

২০১৫ সালের পর এই প্রথমবার ২ গোলের ব্যবধানে হারলো ব্রাজিল। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর এই প্রথম ব্রাজিলের জালে কেউ ডুকাতে পারলো ৪ গোল।

ব্রাজিলের এমন হারের পর নিঃসন্দেহে চাপের মুখে আছেন মেনেজেসকে। তবে তিনি এমন হারকে দেখছেন শেখার উপলক্ষ হিসেবে। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে মেনজেস জানালেন, “সাহস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারতাম। তবে ফুটবল আপনি জিতবেন, না হয় শিখবেন। আমরা অনেক কিছু শিখেছি, এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ব্রাজিলের সামনে অনেক চ্যালেঞ্জ আছে।”

এ সম্পর্কিত আরও পড়ুন