আর্কাইভ থেকে অপরাধ

রাজধানীতে ২০ লাখ জাল টাকা উদ্ধার


রাজধানীর পল্লবী এলাকা থেকে এক কোটি ২০ লাখ টাকার জালনোট ও নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) এই চক্রের অন্যতম হোতা ছগির হোসেন। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, বাণিজ্যমেলা ও শীতকালীন বিভিন্ন মেলাকে উদ্দেশ্য করে সম্প্রতি এ চক্রটি সক্রিয় হয়ে উঠেছে। 

রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের পরিচালক লিগ্যাল অ্যান্ড মিডিয়া কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃতরা জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম তারা পুরনো ঢাকা থেকে কিনতো। প্রতিদিন এক থেকে দুই লাখ টাকা জাল টাকা তৈরি করে তারা।

 

এসব টাকা বাণিজ্যমেলাসহ দেশের বিভিন্ন এলাকার মেলায় ছড়িয়ে দেয়। এসব জ্বাল টাকা দিয়ে তারা নিয়মিত কেনাকাটা করে। 

এই চক্রের নেতা ছগির র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ১০ কোটি জ্বাল টাকা তৈরি করেছে।  এসব টাকা বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে। এক লাখ জাল টাকা তারা সর্বনিম্ন ১৫ হাজার আসল টাকায় বিক্রি করে। 

 

তাসনিয়া রহমান

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন