আর্কাইভ থেকে বাংলাদেশ

ক্যারিয়ারের প্রথম ডাবল শতক মিঠুনের

বিসিএলের ফাইনালে ইনিংস সূচনা করতে নেমে প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিলেন মোহাম্মদ মিঠুন। বিসিবি সাউথ জোনের  বিপক্ষে

ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে এ মাইলফলকে গড়েন এ ডানহাতি ব্যাটার।

সেন্ট্রালের ইনিংসের ১০০তম ওভারের তৃতীয় বলে মিড অনের দিকে ঠেলে দিয়েই কুইক সিঙ্গেল নিয়ে ২০০ রান পূরণ করেছেন মিঠুন। ক্যারিয়ারের প্রথম

ডাবল সেঞ্চুরি করতে খেলেছেন ২৮৭ বল। যেখানে রয়েছে ২৭টি চার ও ৩টি ছয়ের মার।

মিঠুনের ডাবল সেঞ্চুরি ছাড়াও সেন্ট্রালের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক শুভাগত হোম। এ দুজনের পঞ্চম উইকেট জুটিতে এসেছে ২৮৩ রান। মাত্র ১৬

রানে চতুর্থ উইকেট পতনের পর তারা দলকে নিয়ে গেছেন ২৯৯ রান পর্যন্ত।

আগের দিন করা ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে আজকের খেলা শুরু করেছিল সেন্ট্রাল জোন। দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নেন শুভাগত। প্রথম শ্রেণির

ক্যারিয়ারে এটি তার ১৫তম সেঞ্চুরি। তবে তিন অঙ্ক ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি শুভাগত। ইনিংসের ৮০তম ওভারে শেখ মেহেদি হাসানের বলে লেগ

বিফোরের ফাঁদে পরে থামে তার ২১৯ বলে ১২ চারের মারে খেলা ১১৬ রানের ইনিংসটি। অধিনায়ক ফিরে গেলেও জাকের আলি অনিককে নিয়ে খেলতে

থাকেন মিঠুন। ইনিংসের ১০০তম ওভারে গিয়ে পূরণ করেন ডাবল সেঞ্চুরি।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন