নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকায় নির্মাণাধীন ভবনের পাঁচতলার মাচা ভেঙে নিচে পড়ে মো. রবিউল ইসলাম (৩০) ও মো. সুমন (৩০) নামে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় সাঈদ ও কামাল নামে আরও দুই মিস্ত্রি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাঈদ ও কামালের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক আরও জানান, নিহত দুজনের গ্রামের বাড়ি কুড়িগ্রাম সদর জেলার কড়াইকাটা গ্রামে। রবিউলের বাবার নাম মংলা শেখ ও সুমনের বাবার নাম আনোয়ার হোসেন।
মরদেহ দুইটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।