আর্কাইভ থেকে ফুটবল

হার দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশের

র‌্যাঙ্কিংয়ে প্রায় এক শ’ ধাপ ওপরে থাকা লেবাননের বিপক্ষে প্রথমার্ধে জাল অক্ষত রাখে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও তপু-তারিকরা খেলছিল দারুণ। পুরো ম্যাচে লড়াই করেও নিজেদের ভুলে ০-২ গোলে হেরে গেছে জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশ গোল হজম করে ৮০তম মিনিটে। একটি সাধারণ বল দেয়া-নেয়ায় ভুল হয়, ভুলটি করেন তারিক কাজী। সেখান থেকে বল পেয়ে লেবাননের দুই ফরোয়ার্ড বল নিয়ে বাংলাদেশের বক্সের মধ্যে প্রবেশ করেন। হাসান মাতুকের উদ্দেশে ঠেলা বলটি জালে পাঠাতে ভুল করেননি। গোলরক্ষক জিকো এগিয়ে আসলেও তিনি ছিলেন নিরুপায়।

৬ মিনিট ইনজুরি সময়ে সমতার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। উল্টো কাউন্টার অ্যাটাকে আরেকটি গোল হজম করে। খালিল লেবাননের জয় সুনিশ্চিত করেন।

আজ (বৃহস্পতিবার) ব্যাঙ্গালুরুর শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে হার দিয়ে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন