‘ভারত ভাগ হয়ে যেতে পারে’ মন্তব্য ওবামার
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গেলো রাতেই তার সম্মানে হোয়াইট হাউসে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মাঝে মার্কিন সংবাদমাধ্য সিএনএন-এ ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামার সময়কাল থেকেই ভারতের ঘনিষ্ঠ হতে শুরু করেছিল ভারত। সেই সময় তার ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। আজ সেই বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট। তার আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মার্কিন মুলুকে গিয়েছেন নরেন্দ্র মোদি। আর এরই মাঝে ভারতে 'ধর্মীয় অসহিষ্ণুতা' নিয়ে সরব হলেন ওবামা।
মার্কিন সংবাদমাধ্য সিএনএন-এ ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, 'যদি ধর্মীয় সংখ্যালঘু এবং অন্যান্য জাতিদের মানবাধিকার রক্ষা না করা হয়, তাহলে ভবিষ্যতে ভারত ভাগ হয়ে যেতে পারে।' পাশাপাশি ওবামার আরও মত, বাইডেন প্রশাসনের উচিত ভারত সরকারের সঙ্গে সংখ্যালঘুদের অধিকারের ইস্যু নিয়ে আলোচনা করা।
ওবামা বলেন, 'যদি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট বৈঠকে বসেন, তাহলে ভারতের মুসলিম সংখ্যালঘুদের অবস্থানের বিষয়টি উত্থাপিত করা উচিত তার। আমি মোদিকে নিজে চিনি। আমি যদি এই পরিস্থিতিতে তার সঙ্গে দেখা করতাম তাহলে আমি তাকে বলতাম, আপনি যদি সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করেন, তাহলে ভারতের টুকরো টুকরে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
ডেমোক্র্যাটিক দলের অন্দরে বাইডেনের অন্যতম বড় সমর্থক হলেন ওবামা। এর আগে ৭৫ জন ডেমোক্র্যাট আইন প্রণেতা বাইডেনকে চিঠি লিখেছিলেন। ভারতের সংখ্যালঘুদের ইস্যুটি মোদির সামনে উত্থাপিত করার আবেদন জানিয়েছিলেন তাঁরা। তবে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল, ভারতকে গণতন্ত্র নিয়ে 'জ্ঞান' দেবে না ভারত।
এদিকে বাইডেনের সঙ্গে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদির পক্ষ থেকে বলা হয়েছে, 'গণতন্ত্র আমাদের চেতনায়, আমাদের শিরায়। আমরা গণতন্ত্রে বাস করি। আমাদের সরকার সংবিধান মেনে কাজ করে। বর্ণ, ধর্ম, লিঙ্গ, বয়সের ভিত্তিতে কোনও বৈষম্য ভারতে। ভারত গণতন্ত্রের শ্বাস নেয় তাই বৈষম্যের প্রশ্নই আসে না।'