সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ১৭ হাজার ৯৬৩ হজযাত্রী
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন ১ লাখ ১৭ হাজার ৯৬৩ জন হজযাত্রী।
বৃহস্পতিবার (২২জুন) রাত ১টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ৯৬৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১০ হাজার ৩১৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১ লাখ ৭ হাজার ৬৪৬ জন।
বুলেটিনে আরও জানানো হয়, ১ লাখ ২৩ হাজার ২৯২ জন হজযাত্রী ভিসা পেয়েছেন।
এ বছর বাংলাদেশে সরকারি হজযাত্রীর কোটা ১০ হাজার ৩৬০ জন। বেসরকারি হজযাত্রীর কোটা ১ লাখ ১২ হাজার ১৯৮ জন (২৫০৬ জন গাইডসহ )।
উল্লেখ্য, গেলো ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ২২ জুন।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।
২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।