আর্কাইভ থেকে ঢালিউড

‘আমি তোমার প্রাক্তন প্রেমিকাদের মত নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়’

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির। বিগত কয়েক বছর ধরে আলোচনায় সবার উপরে তিনি।বিয়ে-সন্তান, স্বামী রাজের সঙ্গে দূরত্ব, বিচ্ছেদের গুঞ্জণ কিংবা আদালত পাড়া সব বিষয়ে সবখানেই পরীমণি আলোচানায় ছিলেন ও আছেন।

সবশেষ ২৯ মে দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। এর মধ্যে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

এই ঘটনার পর স্বামী অভিনেতা শরিফুল রাজের থেকে আলাদা থাকছেন পরীমণি। একই সঙ্গে নিজেকে এখন রাজের স্ত্রী নন বলেও দাবি করেন নায়িকা।

আজ শুক্রবার (২৩ জুন) নিজের ফেসবুক পেজে কারও নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দিয়েছেন পরী।

তা হুবহু তুলে ধরা হলো-

এভাবেই বছর পেরোবে,

কাল পেরোবে….

যেভাবে এখন মাস পেরিয়ে যায়!

কিছু তবু ফিরে পাওয়া যায় না।

এই যেমন আমি।

হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে।

আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মত নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন