এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ে নেই ঢাবি
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তবে সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ে তালিকায় বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম স্থান পায়নি।
গেলো বৃস্পতিবার (২২ জুন) প্রকাশিত এ তালিকার কেতাবী নাম ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৩’।
এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম। তবে এশিয়ার সেরা ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এর একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিন প্রকাশিত এ বছরের তালিকায় ১৮৬তম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর ১৯২তম স্থানে আছে বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
র্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে শীর্ষে আছে চীনের সিংহুয়া এবং পিকিং বিশ্ববিদ্যালয়। এশিয়ার সেরা দশের মধ্যে চীনের ৪টি, হংকংয়ের ৩টি, সিঙ্গাপুরের ২টি এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এ বছর ১৩ টি বিষয়কে পারফরমেন্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এ তালিকা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনায় করা হয়েছে এবারের তালিকা।