আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজধানীতে কুরবানির হাট কাপাচ্ছে ‘রাজাবাবু’

এবারের কুরবানির পশুর হাটে সবচেয়ে বড়র গরুর তকমা পেতে যাচ্ছে মেহেরপুরের মুজিবনগরের রাজাবাবু। ২.৫ টন কিংবা ২৫শ কেজি ওজনের রাজাবাবুর দাম চাওয়া হচ্ছে ৩৫ লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান ক্রস জাতের এই গরুটির বয়স চার বছর।

রাজাবাবুকে ৬ মাস বয়সে কিনে সাড়ে তিন বছর ধরে লালন-পালন করেছেন মেহেরপুর জেলার, মুজিবনগর উপজেলার মোঃ ইনসান আলী।

বিশাল আকৃতির এই গরুটিকে প্রতিদিন ২০ কেজি খাবার খাওয়ানো হয়। রাজাবাবুর প্রতিদিনের খাবার যোগাড় করতে হয় খরচ হয় ১৪০০ টাকা।

ছোলা, মটরের ডাল, ভুট্টা, গম এবং প্রাকৃতিক ঘাষ রাজা বাবুর প্রধান খাবার।

রাজাবাবুর মালিক মোঃ ইনসান আলী জানিয়েছেন আচরণ রাজার মতোই।

ইনসান আলী জানিয়েছে রাজধানীর একজন ব্যাবসায়ী গরুটি দাম ২৬ লাখ টাকা বলেছেন তিনি বিক্রি করেননি।

তার আগে আরেক ২০ লাখ এবং আরো একজন ১৯ লাখ টাকায় রাজা বাবুকে কিনে নিতে চেয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন