আর্কাইভ থেকে টুকিটাকি

প্রেমিকা জোটাতে বেঁটে থেকে লম্বা হলেন যুবক!

উচ্চতা কম বলে প্রেমিকার অভাব জীবনে। তাই লম্বা হওয়ার অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন ২৭ বছর বয়সি আমেরিকার জর্জিয়ার বাসিন্দা ডিনজেল সিগার্স। যেমন ভাবনা, তেমনই কাজ। ৮১ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৭ লক্ষ টাকা) খরচ করে করে উচ্চতা বৃদ্ধির অস্ত্রোপচার করালেন ডিনজেল।

আগে ডিনজেলের উচ্চতা ছিল ৫ ফুট ৫ ইঞ্চি। অস্ত্রোপচারের পর তার উচ্চতা বেড়ে হয় ৬ ফুট। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিনজেল বলেন, ‘‘সারা জীবন ধরে আমি বেঁটে বলে নানা কটাক্ষ শুনতে হয়েছে, তাই আমি লম্বা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

 

View this post on Instagram
 

A post shared by @mrbrokenbonez

উচ্চতার কারণে মহিলাদের কাছ থেকে বার বার প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি ডিনজেল। আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করেন তিনি। ছেলেবেলা থেকেই উচ্চতায় খাটো বলে স্কুলের স্পোর্টস থেকে শুরু করে বাস্কেটবল টিম, কোথাও অংশগ্রহণের সুযোগ পাননি। অবশেষে দীর্ঘ দিনের প্রচেষ্টার পরে ডিনজেল জানতে পারেন উচ্চতা বাড়ানোর অস্ত্রোপচারের কথা।

ডিনজেল সিগার্স

ডিনজেল মনে করেছিলেন এই অস্ত্রোপচারটি করিয়ে নিলে শুধু তার শরীরের পুনর্গঠন হবে না, তার মনেরও পুনর্গঠন হবে। সময় নষ্ট না করে ডিনজেল চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। ৯০ দিনে ৬টি অস্ত্রোপচার করা হয় ডিনজেলের পায়ে। এই অস্ত্রোপচারগুলির সময় পায়ের হাড়গুলি কেটে তার ভিতরে রড বসানো হয়। ৬ টি অস্ত্রোপচারের শেষে আধ ইঞ্চি মতো উচ্চতা বেড়েছে ডিনজেলের। তবে অস্ত্রোপচার শেষ হলেও স্বাভাবিক জীবনের ছন্দে ফিরতে ডিনজেলের আরও এক বছর সময় লাগবে। এই এক বছরে তার ফিজিওথেরাপি চলবে। ডিনজেল নিজের অভিজ্ঞতা আর পাঁচ জনের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন, যাতে উচ্চতার জন্য যারা হীনম্মন্যতায় ভোগেন, তারাও মুক্তির উপায় খুঁজে পান।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

এ সম্পর্কিত আরও পড়ুন