আর্কাইভ থেকে ফুটবল

ম্যানইউতে রোনালদোর জার্সি পাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

আর্জেন্টাইন ফুটবলার হয়ে আলেজান্দ্রো গারনাচো ক্রিশ্চিয়ানো রোনালদোর একজন বড় ভক্ত। এ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। গারনাচো খেলেন রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।  এবার আসন্ন নতুন মৌসুমে পর্তুগিজ মহাতারকার সেই ‘৭’ নম্বর জার্সি পেতে যাচ্ছেন আর্জেন্টিনার তরুণ।

তবে নিজেকে শুধু 'রোনালদোভক্ত' বিশেষণেই আটকে রাখেননি গারনাচো। এরই মধ্যে উদীয়মান তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। ২০২৩ সালের গোল্ডেন বয় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও ঠাঁই পেয়েছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।

অনেকে গারনাচোর মাঝে রোনালদোর ছায়াও দেখছেন। গত মৌসুমে ইউনাইটেড কোচ এরিক টেন হাগের আস্থা অর্জন করতে পেরেছেন। যার পুরস্কারস্বরূপ আগামী মৌসুমে দলে নিয়মিত হওয়ার ইঙ্গিতও পেয়েছেন গারনাচো।

এর আগে, ২০২০ সালে গারনাচোতে মুগ্ধ হয়ে ইউনাইটেড কর্তৃপক্ষ তাকে ম্যানচেস্টারে নিয়ে আসে। আতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানইউতে এসে দুই বছর ইউনাইটেডের বয়সভিত্তিক দলে খেলার পর গত মৌসুমে মূল দলে অভিষেক হয় তার।

গত বছরের ২৮ এপ্রিল চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের যাত্রা শুরু করেন গারনাচো। এরপর ৩৪ ম্যাচে মাঠে নেমে ৫ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন তিনি।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন