বিসিএলে অংশ নিতে দেশে ফিরলেন সাকিব
বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরমাটে অংশ নিতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছান তিনি। পরিবারকে সময় দেয়ার জন্য বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। পাকিস্তান সিরিজের পর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে। নিজ থেকেই বিসিএলের ওয়ানডে ফরম্যাটে খেলার আগ্রহ প্রকাশ করেন সাকিব। এরপরই তাকে দলে ভেড়ায় সেন্ট্রাল জোন।
বিসিএলের পর ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে বরিশাল ফরচুনের হয়ে খেলবেন সাকিব। রোববার (০৯ জানুয়ারি) থেকে সিলেটে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণ। আগে থেকেই গুঞ্জন ছিল এ টুর্নামেন্টে খেলবেন তিনি। সেই গুঞ্জনকে সত্যি করেই দেশে ফিরেছেন সাকিব।
সাকিব আল হাসান ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নিবেন ওপেনার তামিম ইকবাল, পেসার মোস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
হাসিব মোহাম্মদ