আন্তর্জাতিক

নির্বাচনের পর বাংলাদেশের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করবে পাকিস্তান: ইসহাক দার

ছবি: সংগৃহীত

২০২৫ সালে সারাবিশ্বে কূটনৈতিক প্রচেষ্টার 'সারসংক্ষেপ' জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এতে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে। 'বড় আইস-ব্রেকিং অগ্রগতি' ঘটেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) পাকিস্তানী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ সফরের কথা স্মরণ করে ইসহাক দার বলেছেন, তিনি পাকিস্তানের প্রতি বাংলাদেশের সদিচ্ছার দুর্দান্ত ইঙ্গিত দেখেছেন। ফেব্রুয়ারির নির্বাচনের পরে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করবে।

২০১২ সালে তৎকালীন পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার বাংলাদেশ সফর সম্পর্কে তিনি বলেন, তখন 'পাকিস্তান-বিরোধী' সরকারের কারণে কোনো আলোচনা হয়নি।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন