আন্তর্জাতিক

নেপালের প্রধানমন্ত্রী পদে লড়বেন সাবেক র‍্যাপার

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রথাগত রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে নেপালের আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন কাঠমান্ডুর মেয়র ও সাবেক জনপ্রিয় র‍্যাপার বালেন্দ্র শাহ। আগামী ৫ মার্চ নির্বাচন হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই নেতা সাবেক টেলিভিশন সঞ্চালক রবি লামিছানের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দিয়েছেন। এই জোট থেকে বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য, গেল সেপ্টেম্বরে নেপালে ব্যাপক ‘জেন-জি’ আন্দোলনের চাপে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেন। সেই থেকে নেপালের রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন