ব্রাজিলকে হারিয়ে শিরোপা নিলো আর্জেন্টিনা
আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শিরোপাক্ষরা মোচন হয়েছে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। এরপর থেকেই দারুণ ছন্দে আছে আলবিসেলেস্তে দল, অব্যাহত রেখেছে প্রীতি ম্যাচে জয়ের ধারা। কনমেবল আয়োজিত টুর্নামেন্টে সিনিয়রদের মতই দুর্দান্ত পারফরম্যান্স করছে জুনিয়ররা। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে ড্রয়ের পর সেমিতে ভেনেজুয়েলাকে উড়িয়ে ফাইনালে ওঠে তারা। শিরোপা নির্ধারণী ম্যাচেও ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা।
রোববার (২৫ জুন) দিবাগত রাতে প্যারাগুয়ের লুক শহরে অলিম্পিক কমিটি মাঠে শিরোপার লক্ষ্যে খেলতে নেমে প্রথমে এগিয়ে গিয়েছিল সেলেসাও যুবারা। খেলা শুরুর ১২ তম মিনিটে আন্দ্রের গোলে লিড নেয় তারা। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দুই দলই। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল শোধ দেয় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় উৎসবে মাতে আর্জেন্টিনা।