আর্কাইভ থেকে আমদানি-রপ্তানি

সাড়ে ৭ টন কাঁচা মরিচ আমদানি শুরু

দীর্ঘ ১০ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে এ আমদানি করা হচ্ছে।

সোমবার (২৬ জুন) হিলি স্থলবন্দরের মাহবুব ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভারত থেকে সাড়ে ৭ টন কাঁচামরিচ নিয়ে একটি ট্রাক ইতোমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। আরও কয়েকটি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে।

ভারত থেকে এবার কাঁচামরিচ ও টমেটো আমদানি করা হচ্ছে। যার ফলে দেশের বাজারে কমতে পারে দাম বলছেন বন্দরের ব্যবসায়ীরা। গেলো বছরের ২৪ আগস্ট থেকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল।

কৃষি মন্ত্রণালয় জানায়, রোববার সকাল থেকে ৩০টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৬০০ টন কাঁচামরিচ এবং ৬৮টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন