দুই গারো ছাত্রী ধর্ষণ: মূল আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের হালুয়াঘাটে আদিবাসী গারো সম্প্রদায়ের দুই স্কুল ছাত্রীকে গণধর্ষণের মূল আসামি সোলায়মান হোসেন রিয়াদকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সে সময় রিয়াদের সঙ্গে তার ছয়জন সহযোগী ছিলো।
আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, হালুয়াঘাট থানায় ভিকটিমদের মধ্যে একজনের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে র্যাব-১৪ এর একটি দল ময়মনসিংহের গফরগাঁও এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করে। মূল আসামিকে সহযোগীতা করেন আরও ছয়জন। এজাহারভুক্ত পলাতক অন্যান্যদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
র্যাবের ওই মুখপাত্র বলেন, রিয়াদ এলাকায় ১০-১৩ জনের একটি বখাটে দলের নেতৃত্ব দিতো। সে এবং তার সহযোগীদের অত্যাচারে এলাকার স্কুল পড়ুয়া মেয়েরা অতিষ্ঠ। রিয়াদের নামে হালুয়াঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মাদক চোরাচালান মামলাও আছে। এর আগে তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং সে কারাভোগও করে। তার সহযোগী এজাহারনামীয় অন্যান্য আসামিরা সংঘবদ্ধভাবে এলাকায় মাদককারবারীসহ গ্রুপ ভিত্তিক বিভিন্ন চুরি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
তাসনিয়া রহমান