কোরবানির মাংস কাটতে গিয়ে আহত দেড় শতাধিক
দেশের বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক মানুষ। এছাড়াও পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক।
বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর ২টা পর্যন্ত ঢামেক থেকে ৬০ জন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তারা কেউ কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাতে আহত হয়েছেন। কোরবানির পশু জবাই করতে গিয়ে কারও কারও আঙুলও কাটা পড়েছে বলে খবর পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন গণমাধ্যমে বলেন, সকাল থেকে চিকিৎসা নেয়া রোগীদের কেউ গরুর শিংয়ে আঘাত পেয়েছেন, কেউ ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। এ রকম ‘কেসই’ বেশি।
তিনি বলেন, দু-একজন অবজারভেশনে আছেন। তবে, আপাতত তেমন কেউ গুরুতর আহত নেই।
এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, সকাল থেকে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও আঙুল কাটা পড়েছে। এ ছাড়া কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে হাতের রগ কেটে ফেলার ঘটনাও ঘটেছে।