আমিরাতে ঈদুল আজহা উদযাপিত
সংযুক্ত আরব আমিরাতে বানিজ্যিক রাজধানী দুবাইয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
গেলো বুধবার (২৮ জুন) সকাল ৫.৫০ মিনিটে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। ঈদুল আজহার নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সংযুক্ত আরব আমিরাতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে। আবুধাবি, দুবাই ছাড়া ও শারজা, আজমান, উমল খৈয়াম, রাস-আল-খাইমা, ফুজিরা সময় মত ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আরব আমিরাতিরা ও প্রবাসী বাংলাদেশীরা নিজের সামর্থ্য অনুযায়ী প্রবাসে পশু কুরবানী করা হয়।