আর্কাইভ থেকে ফুটবল

ফাইনাল নিশ্চিত করে উদযাপন করতে চায় বাংলাদেশ

২০০৩ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ভুটানকে হারিয়ে ১৪ বছরের খরা কাটিয়েছে জামাল ভুঁইয়ারা। সেমিতে এখন বাংলাদেশের সামনে প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। তাদের হারালেই তৃতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার জনপ্রিয় টুর্নামেন্টির ফাইনালে খেলার সুযোগ মিলবে লাল সবুজের প্রতিনিধিদের।

দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে সেমিতে পা রাখা বাংলাদেশ ম্যাচ শেষে ড্রেসিংরুমে উদযাপনটা তেমন করেনি। আর সে কারণেই কুয়েতকে হারিয়ে ফাইনালে পা রেখে উদযাপন করতে চান জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ।

গণমাধ্যমকে তপু জানান, ‘সেমি-ফাইনালে ওঠাটা অনেক ইতিবাচক ব্যাপার। কঠোর পরিশ্রমের সুফল এটা। আমরা মিলিতভাবে দল হিসেবে কাজ করেছি। আমার মনে হয়, একসঙ্গে থাকা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ১৪ বছর পর সেমি-ফাইনাল খেলব। আমরা যে ত্যাগ স্বীকার করেছি, আমাদের টিম ওয়ার্কের সুফল পেয়েছি। সবাই খুব খুশি।’

তিনি আরও বলেন, ‘ভুটানকে হারানোর পর ড্রেসিং রুমে তেমন কিছু হয়নি, কারণ সবাই ক্লান্ত ছিল। ছয় দিনে তিনটা ম্যাচ খেলেছি। সেভাবে উদযাপন করা দরকার সেভাবে করতে পারিনি। সেমি-ফাইনাল জিতে উদযাপন করতে চাই।’

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন