আর্কাইভ থেকে ফুটবল

ফাইনালে বাংলাদেশকে চান ভারতীয় অধিনায়ক

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে কুয়েতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠুক, এমন প্রত্যাশা ভারত ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর। দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হিসেবে ফাইনালে ভারত-বাংলাদেশ লড়াই দেখতে চান তিনি।

সাফ চ্যাপিয়নশিপ দক্ষিণ এশিয়ার আসর হলেও এই অঞ্চলের বাইরে থেকে যুক্ত হয়েছে লেবানন ও কুয়েত। অতিথি দল হিসেবে অংশগ্রহণ করা এই দুইটিই দলই এখন বাংলাদেশ ও ভারতের প্রতিপক্ষ।

যদিও শক্তিমত্তায় ভারতের প্রতিপক্ষ লেবানন একই রকম হলেও বাংলাদেশ কুয়েতের থেকে অনেক পিছিয়ে। তবে সুনীল ছেত্রী বিশ্বাস করেন কুয়েতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের। সেমিফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।

তিনি বলেন, ‘এটা দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপ। আমি সব সময় চাইব, এই শিরোপা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে থাক। আমি খুব করেই চাই ফাইনালটা হোক ভারত আর বাংলাদেশের। সে জন্য অবশ্যই আমাদের ওদের (লেবানন) হারাতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের সেই সামর্থ্য আছে কুয়েতকে হারানোর।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন