আর্কাইভ থেকে বাংলাদেশ

আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

রোববার(৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে শফিউল্লাহ কাটার ১৬ নম্বর ক্যাম্পে এ আগুনের ঘটনার সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করছে। তবে এ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে।

এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

এরও আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে লাগা আগুনে মৃত্যু হয় ১৫ রোহিঙ্গার। পুড়ে যায় ১০ হাজারের মতো ঘর।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন