হংকংয়ের আগুনে নিহত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ ২০০
হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো এলাকায় ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২০০ জন। বিগত ৬৩ বছরের মধ্যে হংকংয়ের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি।
১৯৮৩ সালে নির্মিত কমপ্লেক্সটিতে সংস্কার কাজ চলছিল। ভবনগুলোতে ব্যবহৃত বাঁশের মাচা ও সেফটি নেটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
অনিরাপদ সামগ্রী ব্যবহারের জন্য সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। নিখোঁজদের বিষয়ে এখনও কর্তৃপক্ষ নিশ্চিত তথ্য দিতে পারেনি।
এটি ১৯৪৮ সালের গুদাম অগ্নিকাণ্ডের পর হংকংয়ের সবচেয়ে প্রাণঘাতী আগুন; যা ২০১৭ সালের লন্ডনের গ্রেনফেল টাওয়ার দুর্ঘটনার সঙ্গেও তুলনা করা হচ্ছে।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩০ কোটি হংকং ডলারের তহবিল ঘোষণার পাশাপাশি চীনের বড় টেক কোম্পানিগুলোও অনুদান দিতে এগিয়ে এসেছে।
এমএ//