নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
সিরাজগঞ্জের শাহজাদপুরে পেয়ারা খাতুন নামে এক নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রতনকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পেয়ারা হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন। তার বাবা হানিফ সরকার জানান, এক বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আলীম তাকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর মেয়ের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১৭ লাখ টাকা নেন তিনি এবং নিয়মিত নির্যাতন চালাতেন বলেও অভিযোগ করেন হানিফ।
বৃহস্পতিবার রাতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পরিবারের।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, প্রাথমিক তদন্তে হত্যার আলামত মিলেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
আই/এ