অতিরিক্ত সময়ের গোলে থেমে গেল বাংলাদেশের স্বপ্নযাত্রা
শক্তিমত্তায় কুয়েতের থেকে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ। তবে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ পুরো ম্যাচে যেভাবে চোখে চোখ রেখে লড়াই চালিয়েছে, যেন এক অপরিচিত বাংলাদেশ।
শনিবার সাফ ফুটবলের সেমিফাইনালে কুয়েতের কাছে ১-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। খেলা শুরু দ্বিতীয় মিনিটেই সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি শেখ মোরসালিন। এছাড়াও ম্যাচে ছোট ছোট বেশ কিছু সুযোগ এসেছিল, তবে ব্যর্থ হয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা।
৯০ মিনিট পর্যন্ত ৫১ ধাপ এগিয়ে থাকা কুয়েতকে আটকিয়ে রাখতে পেরেছিল আনিচুর রহমান জিকোরা। তবে ম্যাচের ১০৭ তম মিনিটে বাংলাদেশের হৃদয়ে বিষাদের সুর বাজিয়ে দেন আবদুল্লাহ আল ব্লাউসি। তাঁর করা একমাত্র গোলেই বাংলাদেশের সপ্নযাত্রা থেমে গেল ঠিকই, কিন্তু লড়াই করো-এই মন্ত্রে উজ্জীবিত হয়ে কুয়েতের সঙ্গে যে খেলা বাংলাদেশ দেখিয়েছে তাঁর জন্যই বাহবা পাওয়ার দাবি রাখে জামাল ভুঁইয়ারা।