অতিরিক্ত সময়ের প্রথমার্ধে পিছিয়ে পড়লো বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুই দলের শক্তির পার্থক্য অনেক। তবে যতটা পার্থক্য, ম্যাচে তার প্রভাব তেমন দেখা যায়নি। কুয়েতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছিল জামাল ভুঁইয়ারা।
শনিবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ ফুটবলের প্রথম সেমিফাইনালে নির্ধারিত সময় শেষে কোন দল জালের দেখা খুজে না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়র। তবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোল হজম করলো বাংলাদেশ।