ঈদের ছুটি শেষ, রোববার খুলছে সরকারি অফিস
গেলো ২৭ জুন থেকে শুরু হওয়া সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। ঈদুল আজহার এ ছুটি শেষে আগামীকাল রোববার (২ জুলাই) খুলছে সরকারি অফিস।
এবার ঈদুল আজহা উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ছুটি নির্ধারিত ছিল। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী একদিন ছুটি বাড়িয়ে ২৭ জুনও (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
এরপর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (২৯ জুন) দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ।
এদিকে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।
সরেজমিন ঘুরে দেখা গেছে, টার্মিনালগুলোতে ঢাকামুখী যাত্রীর চেয়ে গ্রামে যাওয়া যাত্রীদের ভিড় বেশি ছিল। কাউন্টারগুলোর সামনে যাত্রীদের টিকেট কেটে বাসে থাকতে দেখা গেছে। বাসের পাশাপাশি ট্রেনের শিডিউলেও কোনো হেরফের হচ্ছে না।