আর্কাইভ থেকে বাংলাদেশ

আজ থেকে খুলছে সব অফিস-আদালত

মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার (২ জুলাই) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

সারা দেশে গেলো বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হ‌য় পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। তখন ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।

ফলে ঈদের ছুটি ছিল ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন। ১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবার ঈদের ছুটি মিলে পাঁচ দিন।

টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আজ রোববার (২ জুলাই) অফিসে যোগ দেবেন সরকারি-বেসরকারি কর্মজীবীরা। খুলবে ব্যাংক-বিমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

তবে অনেকে গ্রামে ঈদ করতে গেছেন, তারা ঈদের ছুটির সঙ্গে নিয়েছেন ঐচ্ছিক ছুটি। তাই তারা ফিরবেন আরো দু'একদিন পর। ফলে অফিস-আদালত পুরোদমে শুরু হতে সময় লাগবে আরও দুই-তিন দিন । আর তখনই রাজধানী ঢাকা ফিরবে চিরচেনা আগের রূপে।

শুক্রবার (৩০ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন, এবার ঈদের দিনে ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। ঈদের আগের ২ দিন (মঙ্গলবার ও বুধবার) ও ঈদের দিন (বৃহস্পতিবার) মিলে ৩দিনে ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন । এর মধ্যে তিন দিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন