আর্কাইভ থেকে দেশজুড়ে

বিয়ের উপহারে বন্ধুরা দিলেন এক কেজি কাঁচামরিচ

কিছুদিন আগেও কাঁচামরিচ মাত্র ৪০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। আর খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০০ টাকায়।

লাগামহীন ভাবে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় এবার বৌভাত অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা।

রোববার (২ জুলাই) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে ঘটেছে এ ঘটনা।

জানা গেছে হোসেন্দীর পশ্চিম কুমারপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বৌভাত অনুষ্ঠানে ১ কেজি কাঁচামরিচ উপহার দিয়েছেন তার বন্ধু।

উপহার দেওয়ার বিষয়ে এস এম রায়হান বলেন, দেশে যে হারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই উপহার হিসেবে কাঁচামরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এটি কাঁচামরিচের মূল্যবৃদ্ধির একটি মৌন প্রতিবাদও বটে।

বরের চাচা খলিলুর রহমান বলেন, আমাদের আজকের অনুষ্ঠানে অনেকেই অনেক রকম উপহার নিয়ে এসেছেন। তবে আফ্রিদের বন্ধুর কাঁচামরিচ উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ। তাদের এ প্রতিবাদী উপহার আমি সাদরে গ্রহণ করেছি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন