আর্কাইভ থেকে দেশজুড়ে

পাবনায় নছিমন-সিএনজির সংঘর্ষে নিহত ২

পাবনার ঈশ্বরদীতে নছিমন ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

গতকাল রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিকশাইলে নজির মেম্বারের ঢাল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনা থেকে আসা সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা নছিমনের সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা এক যাত্রী ও সিএনজি চালকের ঘটনাস্থলেই মৃত হয়। এ সময় আরও ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত বাবলু ( ২৫ ) নাটোর বড়াই গ্রাম শিবপুর মো. মোতালেব ছেলে। তবে অপর একজন সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন