নিউ ইয়র্কে আবাসিক ভবনে আগুন: শিশুসহ ১৯ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি আবাসিক ভবনে গরম হিটারের গোলযোগ থেকে আগুন লেগে নয় শিশুসহ ১৯ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রয়টার্স থেকে জানা যায়, স্থানীয় সময় রোববার বেলা ১১টার এ ঘটনা ঘটে। ব্রঙ্কসের স্বল্প খরচের অ্যাপার্টমেন্ট ব্লক টুইন পার্কস এর নর্থ ওয়েস্ট ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ঘর গরম রাখার হিটারের গোলযোগ থেকে লাগা ওই আগুনের ধোঁয়া পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। এতে শিশুসহ কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।
কমপক্ষে আহত ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী ওই স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তাসনিয়া রহমান