আর্কাইভ থেকে ফুটবল

ঢাকা ছাড়লেন মার্টিনেজ

মাত্র ১১ ঘণ্টার সফর শেষ করে ঢাকা ছেড়ে কোলকাতার উদ্দেশ্যে উড়াল দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা ছাড়েন তিনি।

সোমবার (৩ জুলাই) ভোরে ঢাকা আসেন মার্টিনেজ। সংক্ষিপ্ত সময়ের এই সফরে তাকে সম্মাননা জানানো হয় এমিকে বাংলাদেশে আনার স্পন্সর ফান্ডেড নেক্সটের কার্যালয়ের ভেতর। সেখানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মাশরাফী বিন মোর্ত্তজা ও অল্প কয়েকজন ফুটবলভক্ত উপস্থিত ছিলেন।

ফান্ডেড নেক্সটের কার্যালয় থেকে বেরিয়ে মার্টিনেজ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। প্রধানমন্ত্রীকে নিজের স্বাক্ষর সংবলিত একটি জার্সি তিনি উপহার দেন।

মূলত উপমহাদেশ সফরের অংশ হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি। ঢাকা থেকে সরাসরি কোলকাতায় যাবেন তিনি। ভারতে তিনদিন থাকবেন বিশ্বকাপজয়ী এই তারকা। সেখানে বেশকিছু অনুষ্ঠানে যোগ দেবেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন