আবারও বাংলাদেশে আসতে চান মার্টিনেজ
কাতার বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল সমর্থকরা আর্জেন্টিনার প্রতি যে উম্মাদনা দেখিয়েছে, তাঁর প্রতিদান হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ নিজের ইচ্ছাতেই সোমবার ঢাকায় এসেছেন। তবে তাঁর সফরটি ছিল খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য। মাত্র ১১ ঘন্টা বাংলাদেশে থেকে বিদায় নিয়েছেন তিনি।
বাংলাদেশ ছাড়ার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মার্টিনেজ। সেখানে লিখেছেন আবারও আসতে চান লাল সবুজের দেশটিতে।
ইনস্টাগ্রাম বার্তায় মার্টিনেজ লিখেছেন, ‘নেক্সট ভেনচার ও ফান্ডেডনেক্সটের সঙ্গে বাংলাদেশে অসাধারণ একটা সফরে এসেছিলাম আমি। এ দেশের মানুষের যত্ন, ভালোবাসা ও অতুলনীয় আতিথেয়তা আমার হৃদয় জয় করেছে। আমি নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে আবারও আসতে চাই।’
তিনি আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই নাম না জানা আরও অনেককে, এই সফরে যাঁদের অবদান মোটেও কম নয়। বাংলাদেশের সঙ্গে আমার যে বিশেষ সম্পর্ক, আপনারা সবাই তাঁর অংশ। আমি এই দেশে আমার হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছি। পরবর্তী সফরের আগপর্যন্ত সবাইকে বিদায় জানাই। আমি বাংলাদেশের বাজপাখি হতে পেরে মুগ্ধ।’