মার্টিনেজ বাংলাদেশে এসে কী পেলেন, কী দিলেন!
কাতার বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল সমর্থকরা আর্জেন্টিনার প্রতি যে উন্মাদনা দেখিয়েছে, তাঁর প্রতিদান হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ নিজের ইচ্ছাতেই ঢাকায় এসেছেন।
কিন্তু বাংলাদেশে এসে তিনি সেই উত্তেজনার কতটুকু দেখলেন! মার্টিনেজ ঢাকায় পা রেখেছিলেন একদম কাক ডাকা ভোরে। সেখান থেকে একটা কালো কাঁচের গাড়িতে চলে যান হোটেলে। বিমানবন্দরের সামনে গুটি কয়েক ভক্ত আর সংবাদকর্মীরা ছিলেন। তবে কালো গাড়ির ভিতরে থাকা মার্টিনেজ সেভাবে দেখার সুযোগ হয়নি কারো।
হোটেল থেকে মার্টিনেজ চলে যান এক বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে। সেখানে সাধারণ ভক্ত তো দূর, ছিল না সংবাদকর্মীদেরও প্রবেশের সুযোগ। ঐ অনুষ্ঠানে বড় নাম হিসেবে কেবল উপস্থিত ছিল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মরতুজা। ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।
মার্টিনেজ ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, নিজের সাক্ষরিত একটি জার্সিও উপহার হিসেবে দিয়েছেন। মার্টিনেজ একজন ফুটবলার, কিন্তু ফুটবল সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়নি। বিমানবন্দরে সাক্ষাতের আশায় দাঁড়িয়ে থেকেও সাক্ষাতের সুযোগ মেলেনি বাংলাদেশের ফুটবল অধিনায়ক জামাল ভুইয়ার।
কিন্তু এমি বাংলাদেশের যে উন্মাদনা দেখার পর এই লাল সবুজের দেশে এসেছিলেন তাঁর কতটুকু পেলেন! বাংলাদেশের সাধারণ ফুটবল ভক্তরাই বা কতটুকু তৃপ্তি পেল, তাদেরও কি মন চায়নি একটা পলক চর্ম চক্ষু দিয়ে এমিলিয়ানো মার্টিনেজকে দেখার? সেই স্বপ্ন স্বপ্নই দেখে গেল মার্টিনেজ ভক্তদের।