আর্কাইভ থেকে ফুটবল

দামি দশ গোলরক্ষকের তালিকায় নেই মার্টিনেজ, ব্রাজিলের দুজন

ফুটবলভিত্তিক ট্রান্সফার মার্কেটের সবশেষ তথ্য অনুযায়ী ক্লাব ফুটবলের সবচেয়ে দামি দশ গোলরক্ষকের তালিকায় জায়গা হয়নি অ্যাস্টন ভিলার হয়ে খেলা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজর। তবে ব্রাজিলিয়ান দুই গোলরক্ষক লিভারপুলের হয়ে খেলা এলিসন বেকার ও ম্যানচেস্টার সিটির এডারসন জায়গা করে নিয়েছেন দামি গোলরক্ষকের তালিকায়।

আরও পড়ুন: সেরা গোলরক্ষক হওয়ার খবর জানিয়ে দিতে বললেন জিকো!

 

 

আরও পড়ুনঃ বিশৃঙ্খলায় পুলিশের গাড়িতে ওঠানো হলো মার্টিনেজকে

ট্রান্সফার মার্কেটের প্রকাশিত তালিকায় বর্তমানে ক্লাব ফুটবলের সবচেয়ে দামি গোলরক্ষক পর্তুগালের কস্তা। এফসি পোর্তোর হয়ে খেলা এই গোলরক্ষকের দাম ৪৫ মিলিয়ন ইউরো।

কস্তার সমপরিমাণ মূল্য নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথক্রমে পিএসজির গোলরক্ষক দোন্নারুম্মা, এসি মিলানের মাইগনান ও রিয়াল মাদ্রিদের কর্তোয়া।

৪০ মিলিয়ন ইউরোতে তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছেন যথাক্রমে আর্সেনালের গোলরক্ষক রামসডালে ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন। আর ৩৫ মিলিয়ন ইউরোতে বর্তমানে সময়ের সবচেয়ে দামি গোলরক্ষকের তালিকায় দশম স্থানে রয়েছে আরেক ব্রাজিলিয়ান  এলিসন বেকার। ৩০ বছর বয়সী এই গোলরক্ষক খেলছেন লিভারপুলে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন