দেশে আরও ৯ জন করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত
নতুন করে দেশে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।
সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে গত শনিবার (৮ জানুয়ারী) ২২ বছর বয়সী এক ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্ত হয়। আক্রান্ত ব্যক্তি একজন পুরুষ। তিনি ঢাকার বাসিন্দা।
আরও পড়ুন : এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না : শিক্ষামন্ত্রী (ভিডিও)
গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্তের খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তারা জিম্বাবুয়ে সফর করে দেশে ফেরা নারী ক্রিকেট দলের সদস্য ছিলেন।
এরপর ২৭ ডিসেম্বর একজনের ও গত ২৮ ডিসেম্বর ৪ জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে। তিনজনের শরীরে ওমিক্রন ধরা পড়ে গত ৩১ ডিসেম্বর।
এরপর গত ৬ জানুয়ারি একদিনেই ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। সবশেষ ৮ জানুয়ারি নতুন করে আরেকজনের শরীরে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়।
মুক্তা মাহমুদ