করোনা সংক্রমণ বাড়লেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে না। যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল, সেভাবেই চলবে। স্বাস্থ্যবিধি ও টিকা কার্যক্রমে জোর দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু রাখা হবে। বললেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার (১০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের বড় একটি অংশ টিকার আওতায় এসেছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না। ৩১ জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীরা অন্তত এক ডোজ টিকার আওয়তায় আসবে।
শিক্ষামন্ত্রী বলেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না, যেভাবে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছিল। সেভাবেই চলবে। ১২ জানুয়ারির মধ্যে যারা এক ডোজ টিকা দিয়েছে তারা ক্লাসে আসবে, বাকিরা অনলাইনে ক্লাস করবে আর অ্যাসাইনমেন্ট জমা দেবে। সবার অন্তত এক ডোজ টিকা নেওয়া হলে তারপর থেকে তারা সশরীরে ক্লাস করতে পারবে।
আরও পড়ুন : দেশে আরও ৯ জন করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত
তিনি জানান, দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থী ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৪৪ লাখ, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জনকে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আইডি কার্ড নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। কারও আইডি কার্ড না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড দেখালে টিকা দেয়া হবে।
মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি নিয়ে এক সপ্তাহ পর আবারও জাতীয় কারিগরি কমিটির সঙ্গে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়।