বাংলাদেশি তরুণী সুমাইয়া খান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলে নিয়েছেন। ২৪ বছর বয়সী এই মেধাবী তরুণী চপস্টিক দিয়ে মাত্র ১ মিনিটে ৩৭টি ভাত খেয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম ছিল প্রতিবার চপস্টিকে কেবল ১টি ভাত তোলা যাবে। একাধিক ভাত তুললে তা রেকর্ডের জন্য অযোগ্য বলে গণ্য হতো। কিন্তু নিয়ম মেনে অসাধারণ দক্ষতায় সুমাইয়া এই চ্যালেঞ্জটি সফলভাবে পূরণ করেন।
সুমাইয়া জানান, তিনি রামেন খেতে ভালোবাসেন এবং কোরিয়ান সংস্কৃতিতে আগ্রহী হওয়ায় চপস্টিক ব্যবহারে দক্ষতা অর্জন করেন। এমনকি তিনি সব ধরনের খাবার, এমনকি ভাতও, চপস্টিক দিয়ে খাওয়ার অভ্যাস করেন। এক সহকর্মীর অনুপ্রেরণায় তিনি গিনেস রেকর্ডের জন্য এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং সফল হন।
গিনেস রেকর্ড গড়ে সুমাইয়া জানান, ‘এটা অবিশ্বাস্য! আমার পরিবার ও বন্ধুরা সবাই আমাকে নিয়ে গর্বিত’।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ফেসবুক পেজে তার এই রেকর্ড করার ভিডিও প্রকাশ করা হয়, যা ইতিমধ্যেই ১ লাখ ৭৮ হাজারের বেশি দর্শক দেখেছেন।
সুমাইয়ার এই সাফল্য শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এক অনন্য উদাহরণ। তার গল্প প্রমাণ করে যে আত্মবিশ্বাস, প্রচেষ্টা এবং একটু ভিন্ন কিছু করার ইচ্ছা মানুষকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে পারে।
জেডএস/