অর্থনীতি

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৪৮৮  টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৩৩ হাজার ৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৩ হাজার ৬৪২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম, ৯৩ হাজার ৬০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের এ দামের সাথে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস কর্তৃক নির্ধারিত নূন্যতম মজুরী ৬ শতাংশ যুক্ত করতে হবে।

এর আগে,সবশেষ গত ১৮ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন স্বর্ণ