জোর করে ছাত্রীকে বিয়ে করা মুশতাকের আগাম জামিন
অপহরণের মামলায় ছাত্রীকে বিয়ে করা রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৪ জুলাই) বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।
এদিন আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সোহরাব হোসেন পলাশ ও জাহিদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহিন আহমেদ খান।
আইনজীবী সোহরাব হোসেন পলাশ বলেন, গত মার্চে আইডিয়ালের শিক্ষার্থী সিনথিয়া ইসলামকে বিয়ে করেন খন্দকার মুশতাক আহমেদ। এরপর গত ২২ জুন কনের বাবা ঠাকুরগাঁওয়ে বরের বিরুদ্ধে অপহরণের মামলা করে।
এর আগে, গেলো ৭ জুন মুশতাক আহমেদকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একাধিক ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সেখানে কথোপকথন শোনা যায়, প্রাইভেট গাড়িতে বসে অঝরে কাঁদছেন এক মেয়ে। তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়ার আকুতি জানিয়ে বারবার এক ব্যক্তিকে বলছেন ‘আমার ক্লাস আছে একটু পর, প্লিজ যেতে দেন। আমাকে নামিয়ে দিন এখানে। প্লিজ আমি ক্লাসটা মিস দিতে পারব না, প্লিজ।’
পরে খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওর ওই মেয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আর ওই ব্যক্তি কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ। ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত সদস্যকে দুইমাসের জন্য নিষিদ্ধ করে প্রতিষ্ঠানটির গভর্নিং বডি।
এছাড়া ছাত্রীর সঙ্গে এমন ঘটনার জেরে ৩১ মে পরিচালনা পর্ষদের সভায় ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগমকে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।