পরিবেশ সুরক্ষা আইন ভাঙায় নেইমারকে ৩৩ লাখ ডলার জরিমানা
দীর্ঘদিন থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মাঠে না থাকলেও মাঠের বাইরে নানা বিতর্কের জন্ম দিচ্ছেন এই পিএসজি তারকা। পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে নেইমারকে ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৫ কোটি ৬৫ লাখ টাকার বেশি।
রিও ডি জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে বিলাসবহুল এই প্রাসাদ বানাচ্ছিলেন নেইমার। ২০১৬ সালে ১০ হাজার স্কয়ারের এই জায়গাটি কিনেছিলেন তিনি। সেখানে হেলিপ্যাড, স্পা, জিমসহ আরও অনেক কিছুর পরিকল্পনা করা হয়েছিল।
মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় এক বিবৃতিতে বলেছে, ‘নেইমার অনুমোদন না নিয়ে নদীর পানি দখলে নিয়েছেন, যা পানির গতিপথ পাল্টে দিয়েছে।’
কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করতে গিয়ে নেইমার পরিবেশের আরও ক্ষতি করেছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ, ‘(এসব করার জন্য নেইমার) জমি অপসারণ ও গাছপালা কেটে ফেলেছেন।’ এর আগে সাবেক বার্সা তারকার বিরুদ্ধে নদীর পানি, পাথর ও সৈকতের বালু তোলার অভিযোগও এনেছিল স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে শুধু জরিমানা দিয়েই পার পাচ্ছেন না সেলেসাওদের এই তারকা। এই অভিযোগের প্রেক্ষিতে আরও তদন্ত হবে। তদন্তে নেইমার দোষী সাব্যস্ত হলে আরও জরিমানা হতে পারে তার।