নারায়নগঞ্জে সুষ্ঠ ভোট না হওয়ার আশঙ্কা জাপার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠভাবে হবে না, এমনটাই আশঙ্কা করছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবল হক চুন্নু।
আজ সোমবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মুজিবল হক চুন্নু বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কোনো উপযুক্ত প্রার্থী না থাকায় এবার জাপার কোনো প্রার্থী দেয়া হয়নি। আর অন্য কোনো প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করার জন্য দলীয় কর্মী-সমর্থকদের জন্য কোনো সিদ্ধান্ত নেই।
টাঙ্গাইল ৭ উপ-নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, আগের নির্বাচনগুলোয় জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে অনেক প্রার্থী ছিল।কিন্তু তাদের মারধর করে প্রার্থীতা প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল। শুধু তাই নয় এলাকা ছাড়তেও বাধ্য করা হয়েছিল প্রার্থীদের।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জাপা নেতা চুন্নু বলেন, টাঙ্গাইলের মির্জাপুরের নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে সিইসি তাদের আশ্বস্ত করেছেন।
অনন্যা চৈতী