আর্কাইভ থেকে বাংলাদেশ

স্বাধীনতা বিরোধীদের লক্ষ্য ছিলো দেশের চেতনাকে হত্যা করা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ই আগস্টের আঘাত একজন রাষ্ট্রপতিকে হত্যা না, স্বাধীনতা বিরোধীদের লক্ষ্য ছিলো স্বাধীন দেশের আদর্শ আর চেতনাকে হত্যা করা। সোমবার ( ১০ জানুয়ারী) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন, বিটিভির শহীদ মনিরুল আলম মিলনায়তনে এই আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় দেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, এদেশের মাটি, মানুষকে ভালোবাসতেন বলেই জাতির পিতা দেশে ফিরে পরিবারের কাছে না গিয়ে জনগণের কাছে ছুটে গিয়েছিলেন। ১০ জানুয়ারির ভাষণে, একটি স্বাধীন রাষ্ট্রের পূর্ণ দিকনির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু।

এসময় উন্নয়নের ধারা অব্যাহত রেখে, দেশের মানুষর ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয় জানান শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও পড়ুন