আর্কাইভ থেকে বাংলাদেশ

মা হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। সোমবার নিজেই বিষয়টি নিশ্চিত করেন এই নায়িকা। আর এই সন্তানের বাবা তরুণ অভিনেতা শরিফুল রাজ। 

পরীমনি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি। 

জানা গেছে, চিকিৎসকের পরামর্শে শুটিং থেকেও নিজেকে দূরে রাখছেন পরী। আগামী দেড় বছর কোনো শুটিং করবেন না নায়িকা। 

পরীমণি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। প্রেমের সম্পর্ক থেকে তারা দুজন গোপনে বিয়ের কাজটা সেরে নেন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমণি। ঘটনাটি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম।  

আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। পরীও দুজনের একটি ছবি শেয়ার করেছেন কিছুক্ষণ আগে। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন