আন্তর্জাতিক

ওসমান হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের পর বাংলাদেশ যখন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগোচ্ছে, তখন এ ধরনের সহিংসতা সেই রূপান্তর প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করছে

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যুব নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড একটি ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশে গণপিটুনি ও বিচারহীনতার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা রোধে বাংলাদেশ সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে

তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ ঘোষিত হলেও রাজনৈতিক সহিংসতা দমন এবং আইনের শাসন নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা নাগরিক অধিকারকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনাকে গভীর উদ্বেগের বিষয় উল্লেখ করে মীনাক্ষী গাঙ্গুলি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু রাজনৈতিক গোষ্ঠীর উসকানিমূলক বক্তব্য দেশের স্থিতিশীলতা নষ্ট করছে। এ ধরনের সহিংস প্ররোচনা গণতান্ত্রিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন